এক্সপ্রেস ডেস্ক ॥ হংকংয়ের একটি পার্কে পোষা কুকুরটিকে নিয়ে হাঁটছিলেন এক নারী। এ সময় হঠাৎ করে একটি বিশালাকায় বার্মিজ অজগর তার কুকুরের ওপর হামলা চালায়। কোটর্নি লিংক নামে ওই নারীর কাছে অস্ত্র বলতে ছিল একটি পকেট নাইফ। সাধারণত, ফল কাটা বা ছোটখাটো কাটার কাজের জন্য এ ধরনের ছুরি ব্যবহার করা হয়। অজগরটি ৫ মিটার বা ১৬ ফুট দীর্ঘ। কোর্টনির ২৪ কেজি বা ৫৩ পাউন্ড ওজনের কুকুর ডেক্সটারকে কু-লী পাকিয়ে জোরে পেঁচিয়ে ধরে সাপটি। কোর্টনি বলেন, আমি অজগরটির মাথা দেখামাত্রই উন্মত্তভাবে ছুরি বসাতে শুরু করলাম। তবে ছুরি দিয়েই নয়। প্রথমে অজগরটিকে একের পর এক ঘুষি মেরেই নিবৃত্ত করতে চেয়েছিলেন মনিব। কিন্তু, তাতে মোটেও দমেনি অজগরটি। অগত্যা তাকে ছুরি ব্যবহার করতে হয়। শেষ পর্যন্ত কু-লী শিথিল করে দেয় সাপটি ও কুকুরটিকে ছেড়ে ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। অবশ্য, যাবার আগে কুকুরটির বুকে ও পায়ে কয়েকবার ছোবল ও কামড় বসিয়ে যায় অজগরটি। তবে শেষ পর্যন্ত ডেক্সটারকে বাঁচানো সম্ভব হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্মিজ অজগর বিশ্বের সবচেয়ে বড় সাপগুলোর একটি। এটি ৬ মিটার পর্যন্ত লম্বা হয় ও ১০০ কেজিরও বেশি ওজন হয়ে থাকে। হংকংয়ের সবচেয়ে বড় শিকারী প্রাণী এই অজগরটি। সাপগুলো সাধারণভাবে দৃষ্টিগোচর না হলেও, কুকুরের ওপর হামলা নতুন কোন বিষয় নয়। ২০০৭ সালেও এক নারী তার কুকুরকে বাঁচিয়েছিলেন সাড়ে ৪ মিটার দীর্ঘ অজগরের সঙ্গে লড়াই করে। গত বছর একটি ২২ কেজি ওজনের কুকুর অজগরের হামলায় প্রাণ হারিয়েছিল।