স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ডাক্তারদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)’র উদ্যোগে সারা দেশের ন্যায় হবিগঞ্জ সদর হাসপাতালে দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে ১ ঘন্টা ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ মহসিন করিম, ডাঃ সৈয়দ আবরাব জাবের, ডাঃ অরুণ কুমার পাল, ডাঃ উজ্জল, ডাঃ আরশেদ আলী, ডাঃ শামীমা আক্তার, ডাঃ সাবিনা আশরাফ লিপি প্রমূখ। এদিকে ঘন্টাব্যাপী ধর্মঘটের ফলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের পোহাতে হয় চরম দূর্ভোগ।
সূত্রে জানা যায়, আজ বিকাল ৫টা থেকে বিকাল ৭টা পর্যন্ত প্রাইভেট প্রেকটিস বন্ধ থাকবে।