মাধবপুর প্রতিনিধি ॥ মাদক মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্টি আসামী দুলাল মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত দুলাল মিয়া চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের সিরাজ আলীর ছেলে। গত শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল আশুলিয়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে শনিবার হবিগঞ্জ আদালতে সোপর্দ করেছে। মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে পলাতক ছিল।