শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

খোয়াই নদীর অব্যাহত ভাঙ্গন ॥ পাল্টে যাচ্ছে বনগাঁও গ্রামের মানচিত্র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৩৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে খর স্রোতা খোয়াই’র অবিরাম ভাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে আহমদাবাদ ইউপি’র বনগাঁও গ্রাম। পাল্টে যাচ্ছে গ্রামের মানচিত্র। নদীর অব্যাহত ভাঙ্গনে ইতোমধ্যেই ওই গ্রামের ৫০ একর ফসলি জমি, অসংখ্য ফল-পসারির গাছ, নানান জাতের সৃজিত বৃক্ষরাজি নদী গর্ভে তলিয়ে গেছে। এনিয়ে আতংক চারদিকে। চলতি বর্ষা মৌসুমে ভারত থেকে প্রবাহিত খোয়াই নদীতে বান ডাকার ৩ দিন পর নদীতে পানি হ্রাস পায়। এরপর থেকে বিকট শব্দে ভেঙ্গে পড়তে থাকে নদীর তীর। বনগাঁও গ্রামের পশ্চিম তীরে বসবাসকারী লাল মিয়া, বাছা মিয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু, মকসুদ আলী, চান মিয়া, মাখন মিয়া, শিক্ষক মাহবুবুর রহমান, আকল মেম্বারের বাড়ীর বিপুল পরিমান ভুমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। হুমকীর মুখে পড়েছে হাজী আঃ ছাত্তারের বাড়ীটিও। এ ভাঙ্গন চলছে অব্যাহতভাবে। ইউপি সদস্য ফজলুর রহমান আকল বলেন, বনগাঁও গ্রামটি খুবই অবহেলিত। স্বাধীনতার পর থেকে এ গ্রামে কোন উন্নয়ন করা হয়নি। এ গ্রামের প্রধান সমস্যা নদী ভাঙ্গন। তিনি বলেন, নদীর করাল গ্রাসে এ গ্রামে বসবাসকারী অনেক বাসিন্দার ফসলি জমি নদী গর্ভে হারিয়ে গেছে। জমি হারিয়ে অনেকে হয়েছেন সর্বস্বান্ত। অব্যাহত এ ভাঙ্গনে এলাকার মানুষের দুশ্চিন্তার অন্ত নেই। ওই গ্রামের ‘চাকলা’ নামক স্থান থেকে উত্তর দিকে প্রায় অর্ধ কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙ্গন চলছে। কখন কার বাড়ীঘর নদী গর্ভে তলিয়ে যায় এ চিন্তায় রাতে নেই মানুষের ঘুম। ওই ইউপি সদস্য বলেন, বনগাঁও গ্রামে খোয়াই নদীর কুল ঘেঁষে সরকার কোটি কোটি টাকা খরচ করে গুচ্ছগ্রাম ও আশ্রয়ন তৈরী করেছে। এসব গ্রামের ২ শ পরিবার নদী ভাঙ্গন আতংকে দিনাতিপাত করছেন। এলাকাবাসী বলেন, সরকার কোটি টাকা খরচ করে বনগাঁও গ্রামের অনতিদূরে পাথর সলিং কাজ করছে অথচ বনগাঁও গ্রাম রক্ষায় নেয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। ওই গ্রামের শত শত মানুষ নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com