ছনি চৌধুরী,নবীগঞ্জ থেকে ।। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া,গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিনের নেতৃত্বে উপজেলার গোপলার বাজার,দেবপাড়া বাজার,ফুলতলী বাজার,পানিউমদা বাজার ও খাগাউরা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘সরকারি নির্দেশ করে অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির করার দায়ে ২৬৯ ধারায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।