মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ট্রলির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ৬ টায় বানিয়াচং সদরের পাড়াগাও ও ডালি মহল্লা সংলগ্ন এলাকায় আয়শা আবেদ ফাউন্ডেশন এর সন্নিকটে ব্রীজের পাশে। নিহত শ্রমিক হচ্ছেন দোয়াখানী গ্রামের মৃত আসকর উল্বার ছেলে নূর মোহাম্মদ (৫২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ধান বোঝাই একটি ট্রলির উপরে বসা ছিল শ্রমিক নুর মোহাম্মদ। ট্রলিটি উপরোক্ত স্থানে আসা মাত্র ব্রেইক কষলে নুর মোহাম্মদ ট্রলি থেকে ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে যান। সাথে সাথে গুরুতর আহতবস্থায় তাকে বানিয়াচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সর্বশেষ খবরে জানা যায়, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই নিহত নুর মোহাম্মদ এর দাফন সম্পন্ন করা হয়।