ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে।।নবীগঞ্জ উপজেলার আউশকান্দি,ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলায় ৩ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল উপজেলার আউশকান্দি,ইনাতগঞ্জ,বান্দের বাজার বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘সরকারি নির্দেশ করে অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৩জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চলাকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামানের নেতৃত্বে একদল সেনা সদস্য ও নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করেন।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল বলেন, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৩জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।