আবুল কাসেম লাখাই থেকেঃ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলার অন্যান্য উপজেলার মতো লাখাই উপজেলার বিভিন্নস্থানে মাইকিং ও টহল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
শুক্রবার সকাল থেকে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা কর্মকারের নেতৃত্বে একদল সেনাবাহিনী লাখাই উপজেলার হাট বাজার সহ বিভিন্ন এলাকা টহল দেয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে অযথা বাইরে ঘোরাঘুরি না করাসহ নানা নির্দেশনামূলক মাইকিং করতে দেখা যায়।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা কর্মকার বলেন, সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একদল সেনাবাহিনী ও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মাইকিং করেছে।