শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

পৌর এলাকার জলাবদ্ধতার নিরসন ও পানি নিস্কাশনে ড্রেন খনন কাজ অব্যাহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পানি নিস্কাশন বাধামুক্ত করতে এক্সকেভেটরের মাধ্যমে ড্রেন খনন কাজ অব্যাহত রয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসুচী হাতে নেয়া হয়। গতকাল বুধবার দিনভর ঘাটিয়া বাজার থেকে পিটিআই স্কুলের সামনে এই খনন কাজ পরিচালিত হয়। এ সময় মেয়র আলহাজ্ব জি কে গউছ উপস্থিত থেকে ড্রেনের উপর কথিপয় বাসার মালিকদের অবৈধভাবে নির্মিত স্ল্যাব ও ঢালাই রাস্তা ভেঙ্গে ফেলা হয়। এতে আহছানিয়া মিশন, ডাকঘর এলাকা, ঘাটিয়া বাজার ও পিটিআই রোড এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।
এ সময় মেয়র জি কে গউছ বলেন- পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা শ্রমিকগন সারা বছরই ড্রেন পরিস্কারের কাজে নিয়জিত থাকেন। কিন্তু তাদের পক্ষে বড় ড্রেন খনন করা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। জলাবদ্ধতা দুরীকরন, পানি নিস্কাশন ও দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে এক্সকেভেটরের মাধ্যমে ড্রেন খননের কাজ চলছে। মেয়র বলেন- পানি নিস্কাশনের জন্য নির্মিত পৌরসভার ড্রেনের উপর কেউ কেউ স্ল্যাব ও ঢালাই দিয়ে রাস্তা তৈরী করেছেন। আমরা পৌরবাসীর স্বার্থে তা ভেঙ্গে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছি। এ ব্যাপারে পৌর নাগরিকদের সহযোগীতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।
উল্লেখ্য, শুকনো মওসুমে শহরে ব্যাপকভাবে বালু-মাটি বোঝাই যানবাহন চলাচলসহ ড্রেন ও রাস্তার পাশে অবৈধভাবে নির্মান সামগ্রী রাখার কারনে এবং ড্রেনে অসচেতনতাবশত ময়লা আবর্জনা ফেলার কারনে বিভিন্ন এলাকায় পানি নিস্কাশন বাধাগ্রস্থ হয়। স্বল্প সময়ে ড্রেন খনন করার জন্য পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়ার পরিকল্পনা করেন। মাটি খননকারী যন্ত্র এক্সকেভেটরের মাধ্যমে খননযোগ্য ড্রেনগুলো পরিস্কার করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com