স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জনসমাগম করে নয়, ছোট আকারে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এ পতাকা উত্তোলন করেন। এছাড়া মহান স্বাধীনতা দিবসে করোনা প্রতিরোধে শহরে পুলিশ স্প্রে করে ঔষধ ছিটিয়ে দেয়।