ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে মাইকিং ও টহল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
শুক্রবার সকাল থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান কবির ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আজিজুর রহমান সহকারে একদল সেনা বাহিনী ও একদল পুলিশ নবীগঞ্জ শহরের ওসমানী রোড, মধ্যবাজার, হাসপাতাল সড়ক, থানা পয়েন্ট, নতুন বাজার মোড়, শেরপুর রোড, কুর্শি ইউনিয়নের বাংলাবাজার, কুর্শি পয়েন্ট, আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি হীরাগঞ্জ বাজার, সঈদপুর বাজার, দীঘলবাক ইউনিয়নের সাইনবোর্ড বাজার, কামারগাঁও বাজার, ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের-বাজার, ইনাতগঞ্জ বাজার, পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজিরবাজারসহ বিভিন্ন এলাকায় টহল দেয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে অযথা বাইরে ঘোরাঘুরি না করাসহ নানা নির্দেশনামূলক মাইকিং করতে দেখা যায়।
বিভিন্ন বাজারে সরকারের নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৩জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একদল সেনাবাহিনী ও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মাইকিং করেছে। এসময় সামাজিক দূরত্ব বজায় না রেখে সরকারের নির্দেশ অমান্য করে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়। সেইসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।