স্টাফ রিপোর্টার ॥ আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস বাঙালী জাতির বিজয় আর গৌরবের দিন। এই দিনটিতেই বাঙালী জাতির তাদের নিজস্ব সত্ত্বার অধিকারী হয়। ব্রিটিশ আর পাকিস্তানের ২’শ বছরের শাসন শোষন আর নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়ে ছিনিয়ে আনে লাল সূর্যে রক্তে রঞ্জিত পতাকা। এই দিন প্রমাণিত হয়েছে আমরা দারিদ্র হতে পারি, কিন্তু জাতি হিসেবে ছোট নয়, অবহেলার নয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে নিরস্ত্র বাঙালী দেশ শক্রমুক্ত করতে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে আনে স্বাধীনতা। বাঙালী বীরের জাতির বীর দর্পে বেচে থাকা তাদের কাম্য, তাইতো দেশকে শক্র মুক্ত করতে ৭ কোটি বাঙালী ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে বাংলার মুক্তিকামি জনতা। আজ কি আমাদের সেই ঐক্য আছে ?