নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস রোধে শহরের আসা জন সাধরনের মধ্যে গন সচেতনা বৃদ্ধি লক্ষে নবীগঞ্জ পৌরসভা কৃর্তক শহরের বিভিন্ন মোড়ে হাত ধোয়ার জন্য পানি ও সাবান ব্যবস্থা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের বিভিন পয়েন্টে এই হাত ধোয়ার ব্যবস্থার উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া হিন্দু বৈদ্য খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর সুন্দর আলী,রোকেয়া বেগম, সাবেক কাউন্সিলর রেজভী আহমদ খালেদ, কবি আবু তাহের চৌধুরী,পৌরসভার সচিব গোলাম আজম,সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সাংবাদিক হাবিবুর রহমান শামীম, তৌহিদ চৌধুরী, মুহিত চৌধুরী, শাওন আহমেদ পৌরসভার স্যানেটারী অফিসার সুকেশ চক্রবর্তী, ঠিকাদানকারী এলেমান চৌধুরীসহ পৌরসভায় কর্মকর্তা কমচারীবৃন্দ ও স্থানীরা। এ সময় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, আমরা সবাই সচেতন হব অন্যকে সচেতনতা উৎসাহীত করবো। করোনা ভাইরাস মোকাবেলা আমরা প্রত্যকেই ভালো ভাবে হাত ধুয়ে পড়ে কাজ করবো। তিনি প্রবাসী ভাই বোনদের উদ্দ্যেশ করে আরো বলেন, আপনারা আমাদের দেশ গড়তে এবং আপনার পরিবার পরিজন আত্নীয় স্বজনকে সুখে রাখতে ভূমিকা রাখছেন আমার শ্রদ্ধা জানাই আপনাদের। প্রবাসী যারা দেশে আসছেন দয়া করে আপনার পরিবার ও দেশের জনগনকে সুস্থ রাখতে নিজ উদ্যোগে মাত্র ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন।