স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা প্রতিরোধে বিভিন্ন যানবাহন ও হাসপাতালে এলকোহল ছিটিয়ে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুর থেকে জাগ্রত তরুণ সংগঠনের ব্যানারে এ কার্যক্রম পরিচালিত হয়। দুপুরে জেলা সদর হাসপাতাল, চাঁদের হাস ক্লিনিক, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এলকোহল ছিটানো হয়। পরে জেলা শহরের প্রধান সড়কে বিভিন্ন যানবাহন আটকিয়ে অ্যালকোহল ছিটায় সংগঠনের কর্মীরা। শহরে দুইটি টিম একযোগে এ কার্যক্রম পরিচালিত করছে। এ কার্যক্রম প্রতিদিন চলবে বলে জানান সংগঠনের উপদেষ্টা বুলবুল আহমেদ।