স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিচারকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। আইইআরডিসি থেকে প্রদত্ত রিপোর্টে এ তথ্য নিশ্চিত করা হয়। বিষয়টি জানান সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, একজন বিচারকের কফ হয়েছিল। এতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। তাই তার করোনা পরীক্ষার জন্য তিনি দিয়েছিলেন। তার নমুনা সোমবার ঢাকায় প্রেরণ করা হয়েছিল। মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে তার শরীরে করোনার অস্তিত্ব নেই। এখন তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে অফিস করতে পারেন। এতে কোন বাঁধা নিষেধ নেই। অন্য দু’জনের রিপোর্ট এখনও হাতে পৌছেনি। তাদের রিপোর্ট আজ (বুধবার) হাতে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।