মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা অমান্য করায় নবীগঞ্জ উপজেলার কাজির বাজার ময়মনা গ্র্যান্ডসন্স কমিনিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানের জন্য সেন্টার ভাড়া দেওয়ায় মালিক পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (২২ মার্চ) নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন অভিযান পরিচালনা করে জরিমানা প্রদান করেন। অপরদিকে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টিন না মেনে ব্যাংক থেকে টাকা তুলতে এসে সিসি ক্যামেরায় ধরা খেলেন আনোয়ার মিয়া নামে এক লন্ডন প্রবাসী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ি ফিরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ওই প্রবাসী বাড়ির বাহিরে প্রকাশ্য ঘুরাঘুরি করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২২ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল অভিযান চালিয়ে প্রবাসীকে জরিমানা করেন। এ সময় লন্ডন প্রবাসীকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়। এদিকে নবীগঞ্জ উপজেলার শতক বাজার এলাকায় জুয়া খেলার আসরে সহযোগিতা করার অপরাধে সায়েদ মিয়া নামে এক যুবককে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।