স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে কুতুব আলী (৫৫) নামে এক হত্যা মামলার আসামী কাউন্সিলর এর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় কারাগারের তৃতীয় তলার পাঁচ নাম্বার রুমে প্রচন্ড বুকে ব্যাথার কারণে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে কারা কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার আ ন ম রকিবুল কাওছার তাকে মৃত ঘোষণা করেন। তিনি চুনারুঘাট উপজেলার চন্দ্রনা ধলাইপাড় গ্রামের মৃত আজগর আলী পুত্র ও চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, চুনারুঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মোঃ আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলার প্রধান আসামী কুতুব আলী ৩মার্চ থেকে হবিগঞ্জ কারাগারে আছেন। গতকাল বিকেলে বুকে ব্যথা উঠলে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে।
তবে জেলারের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
ডাঃ রকিবুল বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।