ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে শতক বাজার এলাকার জুয়া খেলার আয়োজনে সহযোগিতা করার অপরাধে সায়েদ মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সায়েদ মিয়া ওই এলাকার আলিফ মিয়ার পুত্র। গত রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল।
জানা যায়, উল্লেখিত সময় উপজেলার গজনাইপুর ইউনিয়নে শতক বাজার এলাকায় নিজ দোকানে জুয়া খেলার আয়োজন করেন সায়েদ মিয়া (২৫)। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারে একদল পুলিশ উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়া খেলার আয়োজনে সহযোগিতা করার অপরাধে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল।