রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত তাউছকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়-গোপন সুত্রে খবর পেয়ে রাত প্রায় সাড়ে ৯টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ সাহেদের নেতৃত্বে পুলিশ তেলিয়াপাড়া রেল-ওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাউছ মিয়া (২৬)কে গ্রেফতার করে। সে উপজেলার বাগবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানায়- ধৃত তাউছের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, রাহাজানীসহ বেশ কয়েকটি মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।