কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে পেঁয়াজ ও চালের বাজারে অভিযান চালিয়ে ১ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১মার্চ) সন্ধ্যায় শহরের পাইকারি ও খুচরা দোকানে বেশি দামে পিঁয়াজ ও চাল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
দুপুরে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করে আসার পরেও এমন ঘটনা ঘটায় বিষয়টি দুঃখজনক বলে মনে করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান মামুন। পরে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন দোকানে ভুক্তা অধিকার আইনে তিনি অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল র্যাব- ৯ এর অধিনায়ক এএসপি মোঃ আনোয়ার হোসেন সহ র্যাবের একটি চৌকস দল।