নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন অলিগলিতে মাদকের ব্যাপক ছড়াছড়ি। এলাকাবাসী বলছে“ভাসছে মাদক শহরের অলিগলিতে”। উপজেলার বিভিন্ন এলাকা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ প্রায় অর্ধশতাধিক মাদকের স্পট রয়েছে। এ সব এলাকা গুলোতে মাদক বিক্রিতার সংখ্যা প্রায় কয়েক শতাধিক। হাত বাড়ালেই মিলছে মরন নেশা ইয়াবা, হেরোইন, মদ, ও গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্য। এ সব মাদক ব্যবসা নিয়ন্ত্রনে করে চুরি, ডাকাতি ও মাদক মামলার আসামীসহ রাজনৈতিক নেতারা। শহরে চিহ্নিত রাজনৈতিক গডফাদারের নিয়ন্ত্রনে এ এলাকার মাদক ব্যবসা। স্পটগুলোতে মাদক নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসন তৎপরতা চালালেও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক পৃষ্টপোষকতায় নিয়ন্ত্রিত হওয়ার কারণে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ব্যর্থ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, মাদকের সাথে কোন আপষ নেই। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।