স্টাফ রিপোর্টার ॥ চুরির অভিযোগে রনি মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এতে শহরবাসির মাঝে স্বস্থি ফিরে এসেছে। গত বুধবার রাতে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে পুলিশ শহরের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে শহরতলীর ২নং পুল বহুলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সঞ্জব আলীর পুত্র। পুলিশ জানায়, রনি দীর্ঘদিন ধরে চোরচক্রের সিন্ডিকেটে কাজ করতো। সে দোকানে, বাসা-বাড়িতে চুরি করে আসছিল। সে পুলিশ, আইনজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মচারী কারো বাসাই বাদ দেয়নি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির মামলা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল।