প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী এলাকায় ব্যাপক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে অংশ গ্রহন করায় জেলার সফল চেয়ারম্যান হিসেবে মে দিবস স্বর্ন পদক লাভ করেছেন। ঢাকাস্থ উদীয়মান বাংলাদেশ নামে একটি সংগঠন তাকে এ স্বর্নপদক প্রদান করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা গত ১৩ মে ঢাকা কাটাবন এলাকার নিউ চিংড়ি ছাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা এটিএম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ। অনুষ্ঠান শেষে হবিগঞ্জ জেলার সফল চেয়ারম্যান হিসেবে তাকে এ পদক প্রদান করেন অতিথিবৃন্দ।