স্টাফ রিপোর্টার ॥ পেয়াঁজসহ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখার লক্ষে মাধবপুরে বিভিন্ন বাজারের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। বেশী দামে পেয়াঁজ বিক্রি করার অভিযোগে মাধবপুর বাজারের দু’আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার বেশী দামে পেয়াঁজ বিক্রি করার অভিযোগ লক্ষি ট্রেডার্স ও মাধবপুর ট্রের্ডাসকে ২০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলার সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার জানান পেয়াঁজ পাইকারি ৪৫ টাকা ও খুচরা ৫০ টাকা কেজি বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে। কেউ বেশী দাম নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য যে করোনা ভাইরাসের অজুহাতে কতিপয় ব্যবসায়ীরা পেয়াঁজসহ দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে।