স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতিরোধে হবিগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আতঙ্কে যখন বিশ^ স্তব্ধ, তখন তিনি নিজেই মাইক নিয়ে প্রচারণায় রাস্তায় নেমেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি সোনালী ব্যাংক প্রধান শাখার সামনের রাস্তা, সদর হাসপাতাল, থানার মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারণা চালান। এ সময় তিনি মাইকিং করে জনসচেতনতামূলক কথা বলেন। পথচারী ব্যবসায়ীসহ মানুষের হাতে তুলে দেন লিফলেট। হাসপাতালে রোগীর সাথে একজনের বেশি মানুষ না থাকার অনুরোধ জানিয়ে তিনি অতিরিক্ত মানুষকে হাসপাতাল ত্যাগের নির্দেশ দেন। একই সাথে কোথাও অধিক মানুষের জটলা সৃষ্টি না করার জন্যও তিনি অনুরোধ জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। হবিগঞ্জে কোন কোচিং সেন্টার খোলা রাখা যাবেনা। শিক্ষকরা বাসায় প্রাইভেট পড়াতে পারবেন না। বেশি মানুষের জটলা সৃষ্টি হতে পারে এমন কোন অনুষ্ঠান করা যাবেনা। হোটেলে বেশি মানুষ বসে যেন খাওয়া দাওয়া না করেন সে জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এ সময় তার সাথে প্রচারণায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম।