স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গতকাল বুধবার পর্যন্ত ২৩ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৯ জন। যাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের অধিকাংশই বিদেশ ফেরত। এ অবস্থায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। কাউকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, হোম কোয়ারেন্টিন মানে আক্রান্ত নন। অধিক সতর্কতা হিসেবে তাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। যদি কেউ সরকারের নির্দেশনা না মানেন তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সকলকে সতর্ক থাকলে করোনা মোকাবেলা করা কঠিন বিষয় নয়।