প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে (বালিদ্বারা) ৮নং ওয়ার্ড কমিটি গঠনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় দেবপাড়া বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ম আহ্বায়ক মোঃ রজব আলী। দেবাপাড়া ইউনিয়ন গণফোরামের যুগ্ম সদস্য সচিব জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ম আহ্বায়ক মাওঃ মুশাহিদ আলী। বক্তব্য রাখেন দেবপাড়া ইউনিয়ন গণফোরামের ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জমজম, গণফোরাম নেতা বিলাল আহমদ, আব্দুল মুকিত, আমির, সবুর, সাগর। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ শামিম মিয়াকে সভাপতি, আব্দুল মালিক ও আমির উদ্দিনকে সহ-সভাপতি, হুসাইন আহমদ শিপনকে সাধারণ সম্পাদক, রুমান আহমদ তপু ও মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক, ছাঈদ আহমদকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দুলাল আহমদকে অর্থ সম্পাদক, মাছুম আহমদকে দপ্তর সম্পাদক, মুরশেদ আহমদকে প্রচার সম্পাদক, হাবিবুর রহমানকে যুগ্ম প্রচার সম্পাদক, মনসুর আহমদকে ছাত্র বিষয়ক সম্পাদক, সুবেল আহমদকে যুব বিষয়ক সম্পাদক করে ৮নং দেবপাড়া ওয়ার্ড গণফোরামের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদ আহমদ বলেন, গণফোরামের আহ্বায়ক কমিটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া হাতকে শক্তিশালী করতে নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গতিশীল ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।