স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় একজন করোনা আক্রান্তের খবরে বাল্লা স্থলবন্দর দিয়ে লোক আসা যাওয়া বন্ধ করা হয়েছে দুদিন আগে। এখন পণ্য আনা নেওয়াও বন্ধ। বাংলাদেশ থেকে সর্বশেষ মঙ্গলবার সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর পণ্য রপ্তানি করা হলেও ভারত থেকে বলে দেওয়া হয়েছে আর কোনো মালামাল তারা গ্রহণ করবে না। ফলে বুধবার সেখানে কোনো মালামাল আমদানি ও রপ্তানি হয়নি। বাল্লা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বাল্লা স্থলবন্দরের স্থায়ী অবকাঠামো না থাকায় খোয়াই নদী দিয়ে শ্রমিকরা মাথায় করে পণ্য আনা নেওয়া করে। ভারত অংশ আমাদের শ্রমিককে প্রবেশ করতে দিতে চায় না। আবার তাদের শ্রমিকরাও আমাদের অংশে আসতে নিষেধ করে। ফলে সরকারিভাবে ঘোষণা না আসলেও এই বন্দর দিয়ে মাল আনা নেওয়া বন্ধ রয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ জানান, বন্দর বন্ধের কোনো চিঠি না পেলেও এখানে কার্যত আমদানি-রপ্তানি বন্ধ আছে।