নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর ১২ টায় শেরপুরে একটি হোটেলে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ইমদাদুর রহমান মুকুলের আশু সুস্থতার জন্যে সকলের কাছে দোয়া কামনা করছেন।