চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইনডেভার এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ‘ইনডেভার’ চুনারুঘাট প্রকল্প কার্যালয়ে বিকেলে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-ইনডেভার এর প্রধান নির্বাহী খলিলুর রহমান চৌধুরী, ঋণ সমন্বয়কারী ইকবাল আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহেল মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইন্টারনাল অডিট জয়নাল আবেদীন সহ ইনডেভারের বিভিন্ন পদে দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ইনডেভার শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, হতদরিদ্রদের ঋণ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম প্রদান করা হয়।