স্টাফ রিপোর্টার ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসুচি গ্রহণ করা হয়। রাত ৮ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কারেক্টরেট ভবন প্রাঙ্গণে আতসবাজি করা হয়। এ সময় ১০০টি আতসবাজি পঠানো হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কর্মসুচির মধ্যে ছিল সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বেলুন ও পায়রা উড়িয়ে মুজিব শতবর্ষের জেলা পর্যায়ের কর্মসুচির উদ্বোধন, বিশেষ মোনাজাত ও প্রার্থণা।