স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপি কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও আতশবাজি পুড়ানোর কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির বলেন, করোনা ভাইরাস নিয়ে ব্যাপক সচেতনতা ও প্রচারনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে লিফলেট নিয়ে সকল নেতাকর্মীকে প্রচারণা চালাতে হবে। জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বড় আয়োজন করার ইচ্ছা থাকলেও দূর্যোগের এই সময়ে স্বল্প পরিসরে কর্মসূচি পালন করা হয়েছে।
এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী। বাঙ্গালীর এই মহানায়কের নাম মুছে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু মহানয়ক এর নাম কোন দিন মুছা যায় না। যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল, আজ তাদের নামই মুছে গেছে। তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে ব্যর্থ হয়, তাদের প্রতি জাতি ধিক্কার জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরও এগিয়ে যাবে। এই সরকারের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম করবই। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি শেখ সামছুল হক, এডভোকেট আবুল ফজল, শরীফ উল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মরতুজ আলী, সাবেক সম্পাদক সজিব আলী, এডভোকেট আফিল উদ্দিন, আবুল কালাম আজাদ,এডভোকেট হুমায়ুন কবির সৈকত,এডভোকেট আতাউর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সদস্য রফিক আহমেদ, এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখ পুরকায়স্থ টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভিপি এডভোকেট রুকন উদ্দিন তালুকদার রুকু, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি স্বপন লাল বণিক, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা যুবলীগ সহ-সভাপতি আরজু মিয়া প্রমুখ। এর আগে সকাল ৭টায় দলের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি , সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও জাতীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপির নেতৃত্বে সকল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে রাত ৮টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপির বাসভবন এর ছাদ থেকে একশ আতশবাজি পুড়ানো হয়। এ সময় সেখানে এক মনোরশ দৃশ্যের অবতারণা হয়। শহরের অনেক দূর থেকে লোকজন এই দৃশ্য অবলোকন করেন।