স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় এই প্রথম প্রবাসী সেন্টার নির্মাণ হচ্ছে। ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেন্টারের নির্মাণ কাজ প্রায় সম্পন্নের পথে। পিটিআই স্কুলের সামনে নির্মাণাধীন প্রবাসী সেন্টারে গতকাল বিকেলে পরিদর্শণে যান মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় তিনি কাজের বিভিন্ন বিষয়াদির দেখবাল করেন।
মেয়র জানান- এই প্রবাসী সেন্টারে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হবিগঞ্জের প্রবাসীদের ডাটা এন্ট্রি করা থাকবে। এখান থেকে সহজেই হবিগঞ্জের কে কোন দেশের কোন জায়গায় আছে তা জানা যাবে। এই সেন্টারে প্রবাসীরা একত্রে মিলিত হওয়ার সুযোগ পাবেন এবং বিভিন্ন অনুষ্ঠান ও সভা করার জন্য একটি মিলনায়তন রাখা হয়েছে।