স্টাফ রিপোর্টার ॥ করোনা আতঙ্কে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তারা বিভিন্ন দেশ থেকে সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের মধ্যে ১ জন ভারত, ১ জন যুক্তরাজ্য, ১ জন যুক্তরাষ্ট্র, ১ জন ফ্রান্স এবং ৫ জন এসেছেন দুবাই, আবুধাবীসহ মধ্যপ্রাচ্য থেকে। তাদেরকে ১৪ দিন নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তারা নির্দেশনা মানছেন কি-না এ বিষয়ে প্রতিনিয়ত তাদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। এছাড়া এখনও পর্যন্ত জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। আইসোলেশনেও কাউকে রাখা হয়নি। তবে এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।