স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তেমুনিয়া পয়েন্টে নির্মাণকৃত তোরণ হেলে পড়েছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে মারাত্মক দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ী বিভিন্ন স্থানে যাতাযাত করছে। কিন্তু গত কয়েকদিন ধরে ধমকা বাতাসে তোরণটি হেলে পড়েছে এবং বাশ মচকে গেছে। এতে করে স্থানীয়রা দুর্ঘটনার আশংকা করছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন এ তোরণটি স্থাপন করা হলেও এর কোন সংস্কার করা হচ্ছে না। গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে এ দৃশ্য ধরা পড়ে। এ ব্যাপারে পৌর মেয়র মিজানুর রহমান জানান, আমি এইমাত্র আপনার কাছ থেকে শুনেছি, খুব দ্রুত ব্যবস্থা নেব।