নবীগঞ্জ প্রতিনিধি ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ হল রুম দিবসটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। এ উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার আউশকান্দি ইউপি হল রুমে অনুষ্ঠিত জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে ও গভীর শ্রদ্ধা নিবেদন করে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালণ করা হয়। এতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও দোয়া মাহফিল সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠােেনর শুরুতেই কেক কেটে শুভ সূচনা করেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিবুর রহমান হারুন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মহিবুর রহমান হারুনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা মুহিনূর রশিদ মুহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী, আউশকান্দি ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মছদ্দর আলী, হাজী আতাউর রহমান, সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমান, ইউপি সচিব ভজন ঘোপ, ৪নং ওয়ার্ড মেম্বার ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ নিকছন, এন আলী এহিয়া, যুবলীগ নেতা এম. এ সবুর, ছাত্রলীগ নেতা সুয়েব আহমেদ, লোকমান মিয়া, সুহেল মিয়া, ইউপি ছাত্রলীগের সভাপতি আমিন কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন সোহাগ আহমেদ, সুব্রত দাশ, মামুন মিয়া, অসিত সূত্রধর, জিতেশ সূত্রধর সহ ইউনিয়ন পরিষদের প্রত্যেক ওয়ার্ডের সদস্য বৃন্দের পাশাপাশি এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।