প্রেস বিজ্ঞপ্তি ॥ ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় সেভ দ্যা চিলড্রেনের অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচির, জয়নগর শিখন স্কুল ও বাউশা শিখন স্কুল পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষার্থীদের অর্জন যাচাই করেন। শিশুদের অর্জন দেখে সস্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান যুগের প্রতিযোগীতার বিশ্বে টিকে থাকতে হলে এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। এছাড়া শিশুদেও বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি উৎসাহিত করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লার্নিং ফ্যাসিলিটেটর প্রবাল গোপ, ফিল্ড কো-অর্ডিনেটর সৈয়দ বদরুছ ছালেকীন।