চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে খুব-ই স্বল্প জনসমাবেশের আয়োজন ছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতীর পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ বিভাগীয় কর্মকর্তাগণ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘটন ও সাংবাদিকরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। মুজিববর্ষ উপলক্ষে অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন, উপজেলা শিক্ষা অফিস কতৃক দেয়ালিকা “বজ্রবাণী” উন্মোচন, চুনারুঘাট সদর সরকারী প্রাঃ বিদ্যালয় ও উপজেলা ভুমি অফিসে বৃক্ষ রোপন এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ। এ দিকে দুপুরে উপজেলা লালচান্দ চা বাগানে জাতির পিতার জন্মদিনে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও বাগান ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন। এ সময় অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার, বাগান ব্যবস্থাপক হুমায়ূন আহমেদ তরফদার ও সেলিম রেজা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুসহ চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।