প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার নব গঠিত কমিটি সভাপতি মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহমদাবাদ ইউনিয়নের রাজাবাজারের নাহিদ উদ্দিন তারেক। তিনি ওই এলাকার বাসিন্দা ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য দুলাল ভুঁইয়া ও রাহেনা আক্তারের ছেলে। উল্লেখ্য, গত ১৬ই মার্চ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক ডাকসু ভিপি নুরল হক নুর স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ উদ্দিন তারেককে সভাপতি ও নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ১ বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করেন। নাহিদ উদ্দিন তারেক ২০১৫ সালে ডিসিপি হাই স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসিএসসি ও ২০১৭ সালে সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে ঢাকা কলেজে ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষে অধ্যায়ন করছেন। তিনি দায়িত্ব পালনে সকলের সার্বিক দোয়া আশির্বাদ সহযোগিতা কামনা করছেন।