নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর নির্দেশনা মোতাবেক গত ১১ মে রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ তফসিল ঘোষণা করেন। বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের অফিস হতে আগামী ১৪ থেকে ১৭ মে পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা নেওয়া হবে। যাচাই-বাছাই ১৮ মে, ১ মে প্রত্যাহার এবং ২৯ শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫টি পদে প্রার্থীরা প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শুরু করেছেন।