প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বানিয়াচঙ্গে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সন্ধ্যায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা হামিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বানিয়াচং বড় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা প্রচার সম্পাদক সৈয়দ ফয়সল, ১নং ইউপি সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ২নং ইউপি সভাপতি মাওঃ মাহবুবুল আলম, ৩নং ইউপি সভাপতি নছিবুর রহমান, মনির উদ্দিন, ছাত্রশিবিরের উপজেলা উত্তর সভাপতি জহিরুল ইসলাম, দক্ষিণ সভাপতি এনামুল হক, সেক্রেটারী সৈয়দ নাজমুল হক, আব্দুল হাকিম, হাফেজ জাহিদুর রহমান, নাছির উদ্দিন, মাসুক মিয়া, শিবির নেতা শাহ আলমসহ শতাধিক নেতাকর্মী।