প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে এইচআইভি এইডস বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষে দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় জাতীয় এসটিডি এইডস প্রোগ্রাম আয়োজিত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বানিয়াচং সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায়। বক্তৃতা করেন মেডিক্যাল অফিসার গোলাম আবেদ রাজা, সাংবাদিক মখলিছুর রহমান, এমদাদ হোসেন খান প্রমূখ। বক্তাগণ বলেন, নারী পুরুষের অবৈধ ও অনৈতিক মেলামেশা থেকে সংক্রমিত এইডস রোগের সৃষ্টি। তারা এইডস প্রতিরোধে সবাইকে সচেতন করার আহবান জানান।