স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের এমপি এডঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষার উন্নয়ন হয়। একমাত্র আওয়ামীলীগ সরকাই দেশের ২৬ হাজার বেসরকারী প্রাথমিক স্কুলকে জাতীয় করণ করেছে। পাশাপাশি প্রায় ১ লাখ শিকক্ষদের চাকুরী জাতীয়করন করেছে। তিনি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এমপি আবু জাহির বলেন, আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন অব্যাহত থাকবে। এ স্কুলের সুনাম রয়েছে। এ সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করতে হবে। আর ভাল রেজাল্ট করতে হলে অভিবাভকদের আরও সচেতন হতে হবে, নিয়মিত ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত সোমবার বিকেলে স্কুল পরিচালানা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মহিবুর রহমান, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান রাহেল মিয়া সরদার, জামাল উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান ইমরান, পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।