স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বিশিষ্ট মুরুব্বী সাবেক মেম্বার রজব আলী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…… রাজিউন। গতকাল সকাল সাড়ে ৯টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২কন্যাসহ অস্যংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে ৫ টায় রিচি শাহী ঈদগাঁয়ে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে এডঃ মোঃ আবু জাহির এমপি, এডঃ আব্দুল মজিদ খান এমপি, সাবেক এমপি এডঃ চৌধুরী আব্দুল হাই, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, আওয়ামীলীগ নেতা শরীফ উল্লাহ, হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ নুরুজ্জামান, বার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলী, হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রিচি ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, বাহুবলের পুটিজুরী ইউনিয়ন চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আহছান উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সিনিয়র সহসভাপতি মোঃ বরকত আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ জেলা ইমা মালিক সমিতির সভাপতি এমদাদুর রহমান বাবুল, হবিগঞ্জ টমটম মালিক সমিতির সভাপতি শামছু মিয়া সহ শহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। পরে গ্রাম্য কবর স্থানে দাফন করা হয়।
এদিকে রিচি গ্রামের বিশিষ্ট মুরুব্বী, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক সাবেক মেম্বার রজব আলী স্মরণে আগামী শুক্রবার বাদজুমা শোকসভার আয়োজন করা হয়েছে। রিচি গ্রাম পঞ্চায়েত ও রিচি সমাজ কল্যান যুবসংঘ যৌথ ভাবে এ শোক সভার আয়োজন করে। রিচি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোক সভা অনুষ্টিত হবে।