মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে ১লাখ জরিমানা করা হয়েছে। যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন-আমীর খানী গ্রামের মোঃ সুমন মিয়া (৩০) এবং কামাল খানী গ্রামের ফয়সল মিয়া (২৫)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাগমহল্লা স্থান থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রত্যেককে ৫০হাজার টাকা করে ১লাখ জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান’র এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।