শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

মাটি ভরাট কাজের উব্দোধনকালে এমপি কেয়া চৌধুরী আদর্শবান ও দেশ প্রেমিক নাগরিক তৈরীতে শিক্ষার গুরুত্ব অপরিসীম

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৩৯৫ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, সুস্থ সমাজ বিনির্মানে নারী শিক্ষার বিকল্প নেই। আদর্শবান ও দেশ প্রেমিক নাগরিক তৈরীতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকসহ সংশিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। গতকাল নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানু মিয়া, শাকোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাদেক মিয়া প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী নিজস্ব বরাদ্দ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করেন। উন্নয়ন কর্মকান্ড সরেজমিনে পরিদর্শনকালে বিদ্যালয়ের তরফ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই দিন সংসদ সদস্য কেয়া চৌধুরী পাশর্^বর্তী শাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার গুনগত মানোন্নয়ন নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com