স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষক পরিবারের সব কিছু। এতে ক্ষতিরপরিমান প্রায় ১২ লক্ষাধি টাকা। খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। জানা যায়, ওই গ্রামের সওদাগর আলীর পুত্র মেহের আলীর বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘরে। মুর্হুতের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী অন্য একটি ঘরে। এতে দুটি বসত ঘর ও ২টি গরু সহ নগদ টাকায় পয়সা ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র সম্পর্নূরূপে পড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রাফি আল-ফারুকের নেতৃত্বে একদল দমকলবাহিনী ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়েে যায়।