স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে-সদর উপজেলার লস্করপুর গ্রামের মৃত আলা উদ্দিন মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫)। গতকাল সকাল ৯টার দিকে ১৫ বোতল ফেন্সিডিল নিয়ে শাহীন মিয়া শহরতলীর কবির কলেজিয়েট একাডেমীর কাছে অবস্থান করছিল। এ সংবাদ পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিলসহ আটক করে।