স্টাফ রিপোর্টার ॥ ‘দূর্যোগ ঝুকি হ্রাসে পূব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মহড়ার আয়োজন করা হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।
পরে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্কাউটদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।