শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জ জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ১০ নারী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৬২৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ।
সময়ের পরিবর্তন ও নারী ক্ষমতায়নের ফলে সকল ক্ষেত্রেই এখন পুরুষের সাথে সমান তালে দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছেন। বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনী থেকে শুরু করে জেলা উপজেলার প্রমাসনের গুরুদ্বায়িত্ব পালন করছেন নারীরা। হবিগঞ্জের প্রশাসনিক কাঠামোতে দৃষ্টি দিলেই স্পষ্ট হবে নারী ক্ষমতায়ন ও কর্মদক্ষতার পরিচয়। হবিগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনে মোট ১০ জন নারী দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ৫ জন নারী।
জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালন করছেন মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মি, সহকারী কমিশনার (সাধারণ শাখা, পর্যটন সেল) আফিয়া আমীন পাপ্পা ও সহকারী কমিশনার আমেনা খাতুন। এছাড়াজেলার ৯ টি উপজেলার মধ্যে ৫ টিতে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে রয়েছেন নারী কর্মকর্তা। উপজেলা প্রশাসনে রয়েছেন- লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা কর্মকার, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার, আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাসতারান। তারা যে শুধু দায়িত্ব পালন করছেন তা নয়। নিজেদের নিপুন কর্ম-দক্ষতায় ইতোমধ্যে প্রশংসিত সর্বমহলে। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মূল্যায়ন পেয়েছে তাদের শ্রম, মেধার ও সততা। বলতে গেলে নারীতেরই সমৃদ্ধ হয়েছে হবিগঞ্জের প্রশাসন।
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলা প্রশাসনেও ৫ জন নারী কর্মকর্তারা রয়েছেন। এছাড়া জেলার ৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। তারা অত্যন্ত সততা ও নিষ্টার সাথে দক্ষভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com